মনিরুজ্জামান সুমন: ঝিনাইদহের শৈলকুপায় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ অন্তর মন্ডল (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর এলাকার মাঠপাড়া থেকে তাকে ২০৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। এসময় মাদক বিক্রির নগদ ২৮৯০ টাকা ও খুচরা বিক্রয় কাজে ব্যবহৃত ৭ বান্ডেল জিপার পলিপ্যাক উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারী অন্তর মন্ডল পৌর এলাকার মাঠপাড়া গ্রামের রশিদ মন্ডলের ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, শৈলকুপা পৌর এলাকার মাঠপাড়া থেকে অন্তর মন্ডল (২২) এর বসত ঘর থেকে ২০৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বিক্রয়ের নগদ ২৮৯০ টাকা জব্দ করা হয়েছে। আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।