মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: মামলা দায়ের করে বাড়ী ছাড়া হয়ে ফেসবুক লাইভে নিজের নিরাপত্তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শ্রমিক উইংয়ের নেতা হাফিজুর রহমান। অনুসন্ধানে দেখা গেছে, ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাজানো মিথ্যা মামলায় আসামী করা হয়েছে ঘটনার সময় বিদেশে ছিলেন, কেউ অন্য মামলায় বন্দি ছিলেন কারাগারে। আবার কেউ গত এক বছরের বেশি সময় ধরে পীরগঞ্জের বাহিরে ব্যবসা বা চাকুরী করেন। বাদ যায়নি সাংবাদিকও। মামলার আসামীদের কাছে থেকে নাম বাদ দেয়ার কথা বলে চাওয়া হচ্ছে টাকা। অভিযোগ উঠেছে মামলার বাদী ঘটনার দিন নিজেই এলাকায় ছিলেন না। মামলাটি সুষ্ঠু তদন্তের দাবী ভূক্তভোগীদের।
মামলার এজাহারে দেখা গেছে, ২০২৪ সালের গণঅভূত্থানের সময় ৪ আগস্ট পীরগঞ্জে ছাত্র-জনতার উপরে হামলা ও পরবর্তীতে সময়ে চলতি বছরের জুলাই মাসের ৬ তারিখে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমানের উপরে হামলার ঘটনায় বাদী হয়ে মামলাটি করেছেন এই নেতা।
অনুসন্ধানে জানা গেছে, এজাহারে যাদের নাম এসেছে ঘটনার সময় তাদের মধ্যে ২ জন ৬ ও ২৭ নম্বর আসামী শাহিদুল ইসলাম পিন্টু ও নূর মোহাম্মদ মন্ডল অন্য মামলায় রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি। ৫ নম্বর বিবাদী সিরাজুল ইসলাম গত ৫ জুলাই রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন। ১৫ ও ২৮ নম্বর এজাহার নামীয় আসামী হাফেজ রফিকুল ইসলাম ও হাফেজ আবু সায়েম মন্ডল পবিত্র ওমরাহ পালনের প্রস্তুতিতে ঢাকায় হজ্জ্ব অফিসে অবস্থান করছিলেন। মামলায় বাদ যায়নি পীরগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল হাসান জুয়েলও তিনি মামলার ৩ নম্বর এজাহার নামীয় আসামী । ২১ নং আসামী গার্মেন্টস ব্যবসায়ী রবিউল ইসলাম বেলাল দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে ঢাকায় অবস্থান করছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। অপর দিকে ২২ নম্বর আসামী শাওন মিয়াও দীর্ঘ দিন থেকে চাকুরী সুবাদে চট্রগ্রাম ও কক্সবাজারে অবস্থান করছেন। তার তথ্য প্রমাণাদী প্রাণ আরএফএল এর এসপিআরও অ্যাপসে রয়েছে। ১১ নম্বর আসামী এস এম ফারুক আহম্মেদ ২ বছরের বেশী সময় ধরে ঢাকা অবস্থান করছেন। রহস্যজনক ভাবে প্রভাব খাঁটিয়ে মামলার আসামি করা হয়েছে নিরপরাধ অনককেই।
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডল জানান, ৬ জুলাই আমি ও পিন্টু অন্য মামলায় রংপুর কেন্দ্রীয় কারাগারে ছিলাম। কিভাবে হত্যা চেষ্টা মামলার আসামী হলাম বলে প্রশ্ন রাখেন।
সিরাজুল ইসলাম বলেন, আমি ৪ জুলাই দিবাগত রাত ৩টার ফ্লাইটে থাইল্যান্ডে যাই এবং ২০ জুলাই সন্ধ্যায় দেশে ফিরে আসি। বিদেশে থেকে কেমন করে হত্যার চেষ্টা করলাম বলে তিনি জানান।
ভূক্তভোগী উপজেলার গোপীনাথপুর হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ রফিকুল ইসলাম জানান, চলতি বছরের জুলাই মাসের ৫ তারিখে ঢাকায় গিয়েছি। সেখানে পবিত্র ওমরা পালনের জন্য হজ্জ্ব অফিসে ৩দিন ছিলাম। এরপর আগষ্ট মাসের ১১ তারিখে ওমরা পালনে সৌদী আরব যাই। সেখান থেকে শুনেছি হাফেজ আবু সায়েম ও আমিসহ অনেকের নামে মামলা হয়েছে।
বড়দরগাহ্ ইউপি চেয়ারম্যান মামলার ১২ নম্বর আসামী মাফিয়া আক্তার শিলা বলেন, আমি মামলার বাদীকে চিনিনা বা দেখিই নাই। মামলা থেকে নাম বাদ দেয়ার জন্য ১ লক্ষ টাকা চেয়েছিল আমি প্রত্যাখান করেছি।
স্থানীয়রা বলছেন, আর্থিক স্বার্থ হাসিলসহ হয়রানি করতেই সাজানো মামলার ফাঁদ পেতেছে এই নেতা। মামলায় যাতে সাধারণ মানুষ হয়রানি না হয় সেই দাবী জানিয়েছেন তারা।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় এনসিপি নেতারা তারা বলছেন, এসব কর্মকাকেন্ড দল প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর এই মামলার বিষয়ে এনসিপি কোন ভাবেই অবগত নয়, বলছেন পীরগঞ্জের এনসিপি নেতারা ।
পীরগঞ্জ উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী এস এ মজনু সাংবাদিকদের জানান, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কোন মামলা করা হয়নি। মামলা হওয়ার পরে জানতে পেরেছি। জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রের নির্দেশনা চেয়েছি। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পেলে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদের নামে মামলা হোক তাতে আমাদেও কোন আপত্তি নাই। প্রশাসনের প্রতি অনুরোধ কোন নিরীহ মানুষ যেন মামলায় পড়ে।
উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ বলেন, গায়েবি মামলার বিরুদ্ধে আমরা বিগত সময়েও ছিলাম এখনও আছি। যারা প্রকৃত দোষী তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি। সাধারন মানুষ যাতে .হয়রানী না হয় সে জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
এনসিপি’র রংপুর জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব জানান, এনসিপির পক্ষ থেকে রংপুরে কোন ধরনের মামলা করা হয়নি। কোন মামলা করার পরিকল্পনা নাই। নিরপরাধ কেউ মামলায় আসামী থাকলে আইনী সহায়তা প্রদান করা হবে বলেও জানান।
এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মাজহার ইসলাম ফকির সাংবাদিকদের বলেন, মামলায় সাধারণ মানুষকে হয়রানি বা মামলা বাণিজ্যের কোনো সুযোগ নেই আর মামলায় কোনো অসংগতি থাকলে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান । এনসিপি’র জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক মাসুম বিল্লাহ জানান, পীরগঞ্জ একটি শান্তি প্রিয় এলাকা। আমরা চাই এখানে শান্তি পূর্ণ পরিবেশ সব সময় বজায় থাকুক। মামলাটি সুষ্ঠ ভাবে তদন্ত করে একটি সুন্দর সমাধান চাই। কোন নিরীহ মানুষ যেন হয়রানীর শিকার না হয়।
মামলার বাদী ও শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক হাফিজুর রহমান গত ১৮ আগস্ট মামলার বিষয় নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে যুক্ত হয়ে নিজের নিরাপত্তাহীনতাসহ মামলার পুরো বিষয়টি নিয়ে কথা বলেন।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মামলাটি তদন্ত পর্যায়ে আছে। তদন্ত শেষ হলে বিষয়টি বোঝা যাবে। যারা নিরপরাধ তাদের ভয়ের কারণ নেই বলেও আশ^স্ত করেন।
সুষ্ঠ তদন্ত ও আইনি প্রক্রিয়ায় সত্য উদঘাটিত হলে প্রকৃত চিত্র সবার সামনে স্পষ্ট হবে। এতে নিরপরাধ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে আর প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত হোক এমনটাই প্রত্যাশা সবার।