ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে খড়ের গাদায় চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

Mahamudul Hasan Babu
September 8, 2025 11:49 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খড়ের গাদার নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় একটি গবাদি পশুও মারা যায়। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম চর-তিস্তা পাড়ার মৃত গোলাম রব্বানীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গোয়ালঘর থেকে গরু বের করে বাড়ির পাশেই খড়ের গাদার নিচে বেঁধে রাখছিলেন বৃদ্ধ শফিকুল ইসলাম। এসময় হঠাৎ বিশাল খড়ের গাদা ভেঙে পরে তার নিচে গরু সহ চাপা পরেন শফিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা দ্রুত খড় সরিয়ে তাদের উদ্ধারে করেন।
দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) স্যামূয়েল সাংমা সহ পুলিশের একটি টীম ঘটনাস্থলে ছুটে যান। এই ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।