পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চরতিস্তা পাড়া এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হোসনে আরা (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত হোসনে আরা ওই এলাকার অটোভ্যান চালক রহিদুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বকতিয়ার রহমান বলেন, রবিবার রাতে বাড়িতে এসে অটোভ্যান বৈদ্যুতিক চার্জে দিয়েছিলেন রহিদুল। সকালে ওই অটোভ্যানের বৈদ্যুতিক চার্জার খুলতে যান তাঁর স্ত্রী হোসনে আরা। এসময় আকশ্মিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।