সুমন মালাকার কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যসহ দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, গত ২০ আগষ্ট দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নারায়নপুর গ্রামের ব্যবসায়ী বাবলুর রহমান সাফদারপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী ফিরছিলেন। এ সময় সাফদারপুর-খালিশপুর সড়কের নারানপুর মাঠের রাস্তায় এসে পৌছালে ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে মটরসাইকেল, মোবাইল ও টাকা ধারালো অস্ত্রের মুখে কেড়ে নিয়ে। এবং পাশের মেহগুনি বাগানে হাত পা মুখ বেঁধে ফেলে রাখে। তার দুই ঘণ্টা পর একই স্থানে একটি আলমসাধু আসলে ছিনতাইকারীরা ওই আলমসাধু ছিনিয়ে নিয়ে তাকে ও মেহগুনি বাগানে একই কায়দার বেধে রেখে পালিয়ে যায়। পরে এ বিষয়টি নিয়ে ভুক্তভোগী বাবলুর রহমান থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে থানা পুলিশ মোবাইল ট্রাকিং-এর মাধ্যমে আসামী সনাক্ত করতে সক্ষম হয়। রবিবার রাতে পুলিশ অভিযানে নেমে সোর্সের মাধ্যমে ঝিনাইদহ শহরের ওভার ব্রীজের উপর থেকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মানিক (৪১), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জালশুকা গ্রামে মুকুল শিকদারের ছেলে টুটুল শিকদার(৩৫) ও মোকাদ্দেস হোসেন মোকাকে গ্রেফতার করে।
ওই রাতেই গ্রেফতারকৃতদের স্বীকার উক্তি অনুযায়ী কুষ্টিয়াসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ঝিনাইদহের তেতুল বাড়িয়া গ্রাম থেকে আবু বক্করের ছেলে রিপন হোসেন (৩৩), কুষ্টিয়া ইবি থানার উজান গ্রামের আফিল উদ্দীন ছেলে শাহিন (২৫) এই থানার বেড় বাড়াদী গ্রামের আফান শেখের ছেলে দুলাল (৪৫)কে গ্রেফতার করে এবং তাদের কাছে থাকা দুটি মোটরসাইকেল উদ্ধার করে। ওসি কবির হোসেন জানান, একাকটি আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই-এর অভিযোগে ৫ থেকে ১৬টি করে মামলা রয়েছে। । আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।