ঢাকাTuesday , 9 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ৮ দিন পর পুকুরে ভেসে উঠলো আটোরিক্সা চালকের লাশ।

Mahamudul Hasan Babu
September 9, 2025 12:57 pm
Link Copied!

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি-বগুড়ার শেরপুরে নিখোঁজের ৮ দিন পর পুকুরের পানিতে ভেসে উঠলো আটোরিক্সা চালক আবু বক্কর (৩৭) এর লাশ। নিহত আবু বক্কর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনী গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে।
সরেজমিনে জানা যায়, গত ০১ আগস্ট সোমবার দুপুর আড়াইটার দিকে আবু বক্কর তার আটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তারপর আর না পাওয়া গেলে অনেক খোঁজাখুঁজির পরে পরদিন ২ আগস্ট  স্ত্রী মোছাঃ ফুলমালা খাতুন শেরপুর থানায় একটি জিডি করেন। এবং সেদিন রাতে উপজেলার ঘোগা বটতলা থেকে অটোরিক্সাটির শুধু বডি উদ্ধার করা হয়। তারপরে অনেক স্থানে আবু বক্করের সন্ধান করা হলেও কোথাও পাওয়া যায় নি। এরপর ০৯ আগস্ট মঙ্গলবার দুপুর দুইটায় কেল্লাপশি বাগড়া রোডের পাশে বস্টুমী পুকুরে বাচ্চারা তাল কুড়াতে গিয়ে একটি  লাশ পানিতে ভেসে থাকতে দেখতে পায়। পরে এলাকার মধ্যে বিষয়টি জানাজানি হয়। লাশ গলে পচে এলাকায় দুর্গন্ধের সৃষ্টি হয়। মামাতো ভাই আবু সাঈদ  লাশ নিহত আবু বক্করের লাশ সনাক্ত করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন সাংবাদিকদের জানান লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।