আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলায় পল্লী মাতৃকেন্দ্র (আর.এম.সি) কার্যক্রমের সম্পাদিকাগণের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপাজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমরা একজন অসহায় পরিবারের সদস্যদের জন্য যদি সুপারিশ করে তাদেরকে সাবলম্বি করা যায় তাহলে যদি উক্ত অসহায় পরিবার যদি সাবলম্বি হয়ে যায় তাহলে তাদের আর ঋণের প্রয়োজন হবে না। সেহেতু সবাই মিলেমিশে কাধে কাধ মিলিয়ে চলবো এবং এই দেশকে উন্নত রাষ্ট্রে পৌছে দেওয়ার জন্য আমারা সাবাই ভুমিকা পালন করবো।
উপজেলা সমাজ সেবা অফিসার মেসবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউজিডিপি এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর দুলাল দেবনাথ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাবুল আক্তার, ইউনিয়ন সমাজকর্মী আয়ুব হোসেন, এসএমএ রশীদ, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ সহ আরও অনেকে। উল্লেখ্য, অনুষ্ঠানে ২০জন পল্লী মাতৃকেন্দ্র (আর.এম.সি) কার্যক্রমের সম্পাদিকা দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন।