দুলাল হক , রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কর্ণফুলী বাজারে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও নর্থ রিজন ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড আব্দুল হালিম, রেজাউল করিম, সিও-এজেন্ট ব্যাংকিং, রংপুর বিভাগ এবং ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক ফারুক আহমেদ, রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ.কে.এম নাজমুল কাদের, রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন এবং শ্রমিক দল রুহিয়া থানার সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী প্রতিনিধি বৃন্দ। প্রাইম ব্যাংক রুহিয়া এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালনার দায়িত্ব নিয়েছেন রুহিয়া মটরস-এর স্বত্বাধিকারী আলমগীর হোসেন।
প্রধান অতিথি বলেন, প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখাটি রুহিয়া অঞ্চলের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনবে। এ শাখার মাধ্যমে নিরাপদ আর্থিক লেনদেন, ইসলামী ব্যাংকিং সুবিধা, সহজ শর্তে ঋণ সুবিধা ও অন্যান্য ব্যাংকিং সেবা এখন গ্রামাঞ্চলের জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।” তিনি আরও জানান, এই শাখা থেকে স্থানীয় ব্যবসায়ীরা মোটা অঙ্কের লেনদেন করতে পারবেন এবং কৃষি বা ব্যবসায়িক প্রয়োজনে সহজ শর্তে ঋণ গ্রহণ করতে পারবেন।