ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ 

Mahamudul Hasan Babu
September 10, 2025 5:37 pm
Link Copied!

বাদশা আলম  শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শেরপুরের কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাড়ীদহ ইউনিয়নের হাজীপুর এলাকার মোঃ মাহমুদুল হাসানের ছেলে তানজিমুল ইসলাম শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর রবিবার ভোরে তানজিমুল ইসলামের বাবার লিজভুক্ত সম্পত্তিতে নির্মিত ইটের পাকা দেয়াল লোহার শাবল, লোহার দুর্মুস ও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ভাঙচুরকারীদের বাধা দিলে তানজিমুল ইসলাম ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে জিডিতে উল্লেখ করা হয়। তারা হলেন কুসুম্বী ইউনিয়নের বাগড়া এলাকার (০১) মৃত আব্দুস সালামের ছেলে মোঃ মাইনুল হাসান , (০২) মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ ইমতিয়াজ আহমেদ , (০৩) নুরুল ঠিকাদারের ছেলে মোঃ মনির উদ্দিন, (০৪) জয়নাল প্রামানিকের ছেলে মোঃ আব্দুল মান্নান, (০৫) মৃত রিয়াজ প্রামানিকের ছেলে হোসেন প্রামানিক (০৬) এবং আব্দুল জলিলের ছেলে আব্দুল কালাম আজাদ।
এব্যাপারে অভিযুক্ত মো. মাইনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি পরিক্ষার্থী হওয়ায় দীর্ঘদিন হলো রাজশাহীতে অবস্থান করছেন বলে জানান।
এঘটনায় শেরপুর থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে জিডি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।