ঢাকাThursday , 11 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ 

Mahamudul Hasan Babu
September 11, 2025 6:50 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে প্যানেল চেয়ারম্যান তইবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চন্দনবাড়ি ইউনিয়নবাসীর ব্যানারে ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক মানুষজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের মধ্যে ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াত ও দুর্নীতি করেছেন। সচ্ছল ও অনেক সম্পদশালী ব্যক্তিরা কার্ড পেয়েছেন। যাদের জমি আছে ২০ বিঘার উপরে তারা কার্ড পেয়েছেন। আর যারা দিন আনে দিন খায় তারা কোন কিছুই পায়না। প্যানেল চেয়ারম্যান প্রতিকার্ডে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। যারা টাকা দিতে পারেন নি তাদের কার্ড হয়নি। অবিলম্বে নতুন তালিকা করে অসচ্ছল ও অসহাদের কার্ড বিতরণের দাবি করেন তারা।
পরে প্যানেল চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন মানববন্ধনকারীরা।
পরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে সেনাবাহিনী  সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনেন।
তবে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান।

সারাদেশ সর্বশেষ