ঢাকাSunday , 13 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ

Mahamudul Hasan Babu
October 13, 2024 7:25 am
Link Copied!

এম এ শাহীন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম।
শনিবার সকাল সোয়া ১০টায় দিকে রংপুর অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ১৬তম দিবসে এর উদ্বোধন করেন নাহিদ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণে ২ কোটি ৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে তিনি সড়ক পথে ক্যাম্পাসে আসেন। জাতীয় সংগীত গাওয়া শেষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণঢ্য র‌্যালিতে অংশ নেন। সারাদিন বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকবেন নাহিদ। এরপর বিকাল ৪টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
২০০৮ সালের ২০ অক্টোবর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করলেও ২০০৯ সালর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নাম বদল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয়।