মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :পীরগঞ্জের জাফরপাড়া দারুল কামিল মাদরাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন/২৫ এ স্নাতকপর্যায়ে মো: শাহজাহান আলী মন্ডল ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী উপজেলার ওই মাদরাসায় ২১৮ জন অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাফিউল আলম ৭২ ভেট পেয়েছেন। আর ৬ ভোট পেয়ে মোহাম্মদ দেলোয়ার হোসেন তৃতীয় স্থান অধিকার করেছেন। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান প্রিজাইডিং অফিসার ছিলেন। এর আগে মাদরাসাটির দাখিল ও কামিল পর্যায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো: আলতাফ হোসেন এবং রমজান আলী (জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের বড় ভাই) নির্বাচিত হয়েছেন।
মাদরাসাটির একমাত্র প্রতিষ্ঠাতা সদস্য শাহনুর আলম লেলিন জানান, পীরগঞ্জের একমাত্র বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসাটি বেশ সুনামের সাথে পাঠদান করে আসছে। আমি ১৯৯৫ সাল থেকেই প্রতিষ্ঠানটির উন্নতির সাথে সম্পৃক্ত। আজকের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মে মাদরাসার দাখিল, আলিম-ফাজিল এবং কামিল স্তরে পৃথক পৃথকভাবে অভিভাবক সদস্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছরের জন্য গভর্নিং বডির কমিটি নির্বাচনের প্রক্রিয়া চলছে। আমি সকলের সহযোগিতা কামনা করছি।