ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর কাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

Mahamudul Hasan Babu
September 14, 2025 10:52 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর মাঠপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাব্বি আহমেদ (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাব্বি আহমেদ কাজীপুর মাঠপাড়া গ্রামের মহব্বত আলী ওরফে কেরামত আলীর ছেলে ও কাজীপুর মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র্ ।
রবিবার সকাল সাড়ে ৭ টার সময় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘরের দরজার সাথে বিদ্যুৎ লাইনের তার জড়িয়ে ছিল। সকালের দিকে ঘরের দরজা খুলতেই রাব্বি বিদ্যুতায়িত হয়ে গুরুতর ভাবে আহত হয়। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়ার পথে মারা যায়।
খবর পেয়ে স্থানীয় ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ আব্দুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিমর্ধন করেছেন । গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।