ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইতালির নতুন বাজেট ঘোষণা: জিডিপি প্রবৃদ্ধির হার নির্ধারণ ০.৬% যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির প্রভাব নিয়ে শঙ্কা, তবে স্থিতিশীল অর্থনীতির আশ্বাস দিল রোম

Mahamudul Hasan Babu
September 15, 2025 11:52 am
Link Copied!

জাহিদ হাসান, ইতালি থেকে:ইতালি ২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে। এতে দেশটির সরকার চলতি বছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ০.৬ শতাংশ এবং আগামী ২০২৬ সালে ০.৮ শতাংশ নির্ধারণ করেছে।

দেশটির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি রোববার (১৪ সেপ্টেম্বর) বাজেট প্রস্তাব প্রকাশ করে বলেন, “আমাদের বাজেট পরিকল্পনা ঝুঁকিকে মাথায় রেখেই সাজানো হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে নতুন চ্যালেঞ্জ থাকলেও ইতালির অর্থনীতি স্থিতিশীল রয়েছে।”

অর্থমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নতুন শুল্ক (ট্যারিফ) বৃদ্ধির কারণে বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব পড়বে। তবে বাজেট প্রণয়নের সময়ই ঝুঁকির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই সামনের দিনগুলোতে ইতালির অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইতালির বাজেট ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, স্বল্প প্রবৃদ্ধি সত্ত্বেও বাজেটে স্থিতিশীলতার বার্তা প্রবাসীসহ দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত সবার জন্য আশাব্যঞ্জক।

উল্লেখ্য, ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মরত আছেন। দেশটির অর্থনীতি স্থিতিশীল থাকা মানে তাদের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহও স্থিতিশীল থাকবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।