ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা

Mahamudul Hasan Babu
September 16, 2025 6:00 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরসভা সভাকক্ষে বিশ্ব ব্যাংক এর সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় বোদা পৌরসভার ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রবিউল ইসলাম এর সভাপতিত্বে এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান হৃদয়। এলজিইডি কর্র্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন, পৌর প্রশাসক রবিউল ইসলাম। ওয়ার্কসপের মূল উপস্থাপনা করেন প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ মোঃ নুরুল আমিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, টিএলসিসি সদস্যবৃন্দ এবং নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমান, জোবায়দা পারভীন, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আল আমিন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম, আর্কিটেক্ট আজমিরা আক্তার, জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম। কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলায় এ প্রকল্পের মূল উদ্দেশ্য। বক্তরা আরো বলেন, প্রথম পর্যায়ে প্রকল্পটি প্রথম ৬ বছরে ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশন বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অর্ন্তভুক্ত করেছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন যার অর্ধেকেই নারী। কর্মশালায় আরো জানানো হয় প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতী উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপামার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত জলবায়ু সহনশীল নগর পরিসেবা দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহন নিশ্চিত করে পরিচালিত হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রবিউল ইসলাম বলেন, এ প্রকল্পের মাধ্যমে বোদা পৌরসভার আধুনিক ও জলবায়ূ সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে উঠবে। পৌরসভার রাস্তা, ড্রেন, সড়কবাতি, বাজার, টয়লেটসহ নাগরিক সেবার উন্নয়ন ত্বরান্তিত হবে। স্থানীয় জনগণের অংশগ্রহনে এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বোদা পৌরসভা একটি আধুনিক পৌরসভা ও সবুজ পৌরসভা হিসেবে গড়ে উঠবে। এসময় বোদা পৌরসভার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সুধী, শিক্ষক, কর্মকর্তা, ইমাম, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।