আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত আসন্ন দূর্গাৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, গাংনী থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল, মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপির প্রবীন নেতা মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, মডেল মসজিদের ইমাম মোঃ জাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন গাংনী উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ধিরেন দাস, সাধারন সম্পাদক শ্রী সুশান্ত কুমার পাত্র প্রমুখ।
এ সময় উপজেলার পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, সহ সকল শ্রেনী পেশার ব্যক্তি বর্গ উপস্থিৎ ছিলেন।
সভায় ধর্মীয় সম্প্রতির সাথে উৎসব মুখোর পরিবেশে দূর্গাৎসব পালনের উপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর সকলে মতামত প্রদান করেন।