ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটি ঘোষণা ও গণসমাবেশ

Mahamudul Hasan Babu
September 16, 2025 2:17 pm
Link Copied!

সফিকুল ইসলাম শিল্পী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে গণঅধিকার পরিষদের উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন কমিটি ঘোষণা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর বাজারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সোহরাব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খায়রুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাফর আলী, পীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াকুব আলী মাস্টার, সাধারণ সম্পাদক আজিমুল হক সুদু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন ও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হযরত জাহেদ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমি ঠাকুরগাঁও-৩ আসনের দুই উপজেলায় দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে এমপি নির্বাচিত করলে এলাকার শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটসহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন করা হবে।” তিনি এ সময় এমপি প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।