ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১২ জন শিক্ষকের চারজনই অনুপস্থিত। আসেনি কোন শিক্ষার্থী। সরকারি আদেশকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে একাদশের উদ্বোধনী ক্লাস হলো না !

Mahamudul Hasan Babu
September 16, 2025 2:16 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:  সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠানের কথা থাকলেও সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজ অনুষ্ঠানটি আয়োজন করেননি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কাগজ-কলমে ৬৫ জন শিক্ষার্থী ভর্তির কথা বললেও খোঁজ নিয়ে জানা গেছে ২৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য এই কলেজে নির্বাচিত হয়েছেন। অন্যান্য শিক্ষার্থীরা ২০২১-২২ ,২০২২- ২৩ শিক্ষাবর্ষে এসএসসি পাস করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকেই ভর্তি আছে। তাদেরকে পুনরায় আবার এই কলেজে ভর্তি দেখানো হচ্ছে।কলেজটিতে ১২ জন শিক্ষক কর্মরত থাকলেও আজ উদ্বোধনের দিনে ৪ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন। সারোজমিনে বেলা ১১ঃ০০ টার পরে প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় কলেজ শাখার শ্রেণীকক্ষে তালাবদ্ধ। একাদশ শ্রেণির মাত্র দুই জন শিক্ষার্থী বাহিরে বসে আছে। প্রশ্ন করতেই রাগান্বিত হয়ে বলেন আগে জানলে এই কলেজে ভর্তি হতাম না। সকাল থেকে বসে থাকার পরেও কোন শিক্ষক তাদের খোজ বা সংবাদ নিতে আসে নাই। ৪ জন অনুপস্থিত শিক্ষকরা হলেন ১. ববিতা রানী সরকার প্রভাষক যুক্তিবিদ্যা , ২. মাহফুজুল আলম প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৩. মোহাম্মদ রবিউল ইসলাম প্রভাষক ব্যবসায়ী শিক্ষা ৪. শ্রাবণী আক্তার প্রভাষক পৌরনীতি ও সুশাসন।

তবে ৮ প্রভাষক উপস্থিত থাকার কথা শুনতে পেলেও তাদের কাহাকেও শ্রেণীকক্ষে বা অফিস কক্ষে খুঁজে পাওয়া যায় নাই। নাম প্রকাশ না করার শর্তে স্কুল শাখার দশম শ্রেণীর শিক্ষার্থীরা বলেন প্রভাষক ভূগোল বিষয়ের জাহাঙ্গীর আলম কলেজে আসেন  ১০ টার পরে আর এগারোটার থেকে বারোটার মধ্যে বাড়ি চলে যান উনি দৌলতপুর থেকে আসেন।

পরিসংখ্যানের প্রভাষক নাজমুল হক কলেজে আসলেও কোন ক্লাস করেন না। যে কয়েক ঘন্টা কলেজে থাকেন বকুলতলা অফিস আর ঘোরাঘুরি করেই বাড়ি চলে যান। উনি আসেন শুভ রাজ পুর থেকে। পরিসংখ্যানে এবং অর্থনীতি বিষয়ে অল্প কয়েক জন শিক্ষার্থী আছে বলে জানা যায়।

অর্থনীতি বিষয়ে প্রভাষক মোঃ একলাসুর রহমানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন জবাব দিতে পারেন নাই। আজকের উদ্বোধনী ক্লাস সম্পর্কে তিনি কিছু বলতে পারেন না বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।

 অনুসন্ধানে জানা গেছে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৭ সালে নিম্ন মাধ্যমিক অনুমোদনপ্রাপ্ত হইয়া শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। ২০১৩ সালে স্কুলটিকে কলেজ শাখায় উত্তীর্ণ করে উচ্চ মাধ্যমিক স্তরে পরিণত করা হয়। এবং ২০২২ সালে প্রতিষ্ঠানটি  কলেজ শাখা এম পি ও ভুক্ত হয়। তবে কলেজ শাখার অধিকাংশ শিক্ষকই ২০২২ সালে এমপিও  করন হওয়ার পরে এখানে ২০১৫ সালের ব্যাকডেটে নিয়োগ লাভ করেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ হাফিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কলেজ শাখার শিক্ষকরা নিয়মিত ভাবে আসা-যাওয়া করেন তবে শিক্ষার্থী কম থাকায় তারা একটু সুযোগ সুবিধা গ্রহন করেন। আজকে সরকারি আদেশ অমান্য করে কেন একাদশ শ্রেণির ভর্তি কৃত শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধনী ক্লাস হয় নাই এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর দিতে পারেন নাই। এ বিষয়ে তিনি কলেজ শিক্ষকদের সাথে আলোচনা করতে বলেন। বিষয়টি গভর্নিং বডির সভাপতি সাহেব জানেন কি না এমন প্রশ্ন করলেও তিনি কৌশলে এড়িয়ে যান এবং এ বিষয়ে পরে জানাবেন বলে চলে যান।

এলাকার সুশীল সমাজের দাবি শিক্ষার নামে কুতুবপুর স্কুল এন্ড কলেজটিতে কলেজ শাখায় কোন শিক্ষা কার্যক্রম পরিচালনা হয় না কিন্তু সকলেই সরকারি বেতন ভাতা উত্তোলন করে ভোগ করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার মানুষ জোর দাবি জানাচ্ছেন।