ঢাকাThursday , 18 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে পৌর কিচেন মার্কেট উদ্বোধন

Mahamudul Hasan Babu
September 18, 2025 1:59 pm
Link Copied!

বাদশা আলম  শেরপুর (বগুড়া) প্রতিনিধি-বগুড়ার শেরপুর পৌরসভার বহুল প্রতীক্ষিত কিচেন মার্কেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিচেন মার্কেটটি উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান এর সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ। আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, স্বাধীন কুমার কুন্ডু সাবেক মেয়র শেরপুর পৌরসভা, শহিদুল ইসলাম বাবলু সভাপতি শেরপুর উপজেলা বিএনপি, কে. এম মাহবুবার রহমান হারেজ সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি।
বক্তারা বলেন, এই কিচেন মার্কেটে ৫ বছর আগে উদ্বোধন হবার কথা কিন্তু নানা জটিলতার কারণে তা হয়নি। এখন যেন আর কোন জটিলতা না থাকে সে বিষয়ে গুরুত্ব দেয়ার পাশাপাশি প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পান এবং প্রকৃত কাঁচামাল যেমন শাক-সবজি,মাছ,মাংস, মসলা ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণে বসার সুযোগ পান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই উপজেলার অনেক উন্নয়ন কর্মকান্ড সরকারের হাতে রয়েছে তার মধ্যে নদী খনন,রেলষ্টেশন নির্মান, পৌরসভার রাস্তা সহ অনেক কিছু। তবে এসব রক্ষনাবেক্ষন এর দায়িত্ব আমাদের সবার। প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত হয়েছে এই নান্দনিক কিচেন মার্কেট।
উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ী, সুধীজন, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করেন।