ঢাকাFriday , 19 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

Mahamudul Hasan Babu
September 19, 2025 2:20 pm
Link Copied!

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৩টায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি সচিব মোঃ কামাল উদ্দিন, খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার, ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত (স্বাস্থ্য) পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 এছাড়াও  মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. এ. কে. এম. আবু সাঈদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শায়লা জাহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এর আগে ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে ভবনের কাজ সম্পন্ন না হলেও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ভবনটির উদ্বোধন করেছিলেন। উদ্বোধন হলেও তখন থেকে এ ভবনে কোন কার‌্যক্রম হয়নি। তবে এবার স্বাস্থ্য কাযর্ক্রম শুরু হবে বলে জানা গেছে।

এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।