ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে প্রকাশ্যে যুবক হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
September 20, 2025 4:15 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের শিবচরে রাকিব মাদবর (২৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ বাহিনী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিবচরের পূর্ব কাকৈর গ্রামের খালেক সরদারের ছেলে নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) এবং কেরানীবাট গ্রামের হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।
নিহত রাকিব মাদবর শিবচরের শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) বুথের সামনে একা দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষরা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে, পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার পরপরই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের মা পারুল আক্তার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ ও আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে শিবচর থানায় মামলা দায়ের করেন।
র‍্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে নুর আফজালকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে নারায়ণগঞ্জে র‍্যাব-৮ ও র‍্যাব-১১ এর অভিযানে ধরা পড়ে সিয়াম সরদার। পরে তাদের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নিহত রাকিব ও প্রতিপক্ষ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চলতি বছরের ৬ মে সংঘর্ষে প্রতিপক্ষ আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ নিহত হন। সেই মামলায় জেল খেটে জামিনে বেরিয়ে কিছুদিন আগেই এলাকায় ফিরেছিলেন রাকিব। এরপরই তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।