মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড় বিলায় রোববার সকালে উপজেলা মৎস্য বিভাগ কারেন্ট জাল আটকের নামে রীতিমতো নাটক করেছে। অভিযোগ উঠেছে,অভিযান পরিচালনা করে হাতেনাতে কয়েকটি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হলেও উল্লেখযোগ্য সংখ্যক জাল স্থানীয় প্রতাবশালী মৎস্যজীবীদের কাছে ফেরত দেয়ার হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবিÑনামমাত্র জাল পুড়িয়ে দেখানো হলেও যেসব কারেন্ট জাল বিলের প্রকৃত ক্ষতি করছে, তার বেশিরভাগই রয়ে গেছে। ফলে ধারণা করা হচ্ছে, অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে প্রভাবশালীদের জাল অক্ষত রয়েছে। বিলপাড়ার হাজারো মানুষ উপজেলা মৎস্য বিভাগের এ ধরনের অভিযানের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করেছেন, কারেন্ট জাল পুরোপুরি জব্দ ও ধ্বংস না করলে প্রকৃত সুফল মিলবে না এবং মৎস্য সম্পদ রক্ষা করা কখনোই সম্ভব হবে না। রোববার পীরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ বড় বিলায় কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। অবশ্য হাতেনাতে জব্দকৃত জালগুলোর অল্প কিছু পুড়িয়ে দিলেও বেশিরভাগ জাল ফেরত দিয়ে দেয়া হয়েছে মর্মে একাধিক নির্ভরযোগ্য সুত্র দাবি করেছে।
এতে স্থানীয়দের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাই তাদের জিজ্ঞাসাসাজানো ওই অভিযানের নৈতিকতা কোথায় ? কারা অনৈতিক সুবিধা নিলো ? সাধারণ মানুষের স্বপ্ন ও সরকারি আইন কোথায় গেল ? বিলপাড়ার মানুষ আজ একটাই দাবি তুলেছেÑসব কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করতে হবে, নয়তো এসব অভিযান শুধু চোখে আই ওয়াসের নামান্তর।