রবিউল আলম বাদল ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর দিঘালি চালায় বনের জমিতে অবৈধভাবে নির্মাণাধীন দালান গুড়িয়ে দিলেন ধলাপাড়া সদর বন বিটের বিট কর্মকর্তা আব্দুল কদ্দূছ। ১৩ অক্টোবর রবিবার সকাল ৯টায় তার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। এ নিয়ে এলাকায় ভূমি দস্যুদের মধ্যে আতংক ছড়িয়ে পরেছে।
ধলাপাড়া সদর বন বিটের বিট কর্মকর্তা আব্দুল কদ্দূছ জানায়, শহর গোপিনপুুর দিঘালিয়া চালার বাসিন্দা সৌদি প্রবাসী কবির হোসেন স্ত্রী তাছলিমা আক্তার বনের জমিতে বেআইনী ভাবে দালান নির্মাণ কাজ
শুরু করলে আমি তাদের নিষেধ করি। তার পরেও নির্মাণ কাজ চলমান থাকায় আমি আইনগত ভাবে তাদের বিরুদ্ধে মামলা রুজু করি যার নম্বর ৯ দশবিক ২০২৪। কিন্ত তাদের বার বার নিষেধ করার পরেও কবির হোসেন এর লোকজন আমার নিষেধ উপেক্ষা করে দালান নির্মাণ কাজ অব্যাহত রাখে। তাই বর্তমান বিরুপ পরিস্থিতির মধ্যেও বনের জমিতে অবৈধ দালান উচ্ছেদ অভিযান চালাই। এ সময় সাগরদিঘী, ঝড়কা, ও চৌরাষা বন বিটের বিট কর্মকর্তা ও ফরেষ্ট গার্ড সহ একটি চৌকস দল আমাদেরকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। এবং আগামীতেও এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।