ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে ওয়ার্কশপ

Mahamudul Hasan Babu
September 24, 2025 10:39 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস কলসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী প্রধান অতিথি হিসেবে কনসালটেশন ওয়ার্কশপের উদ্বোধন করেন।
জেলা তথ্য অফিসের তথ্য অফিসার উজ্জ্বল শীলের সভাপতিত্বে অন্যদের মধ্যে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, তথ্য মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার ও সমন্বয় বিভাগের পরিচালক ডালিয়া ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন।
টিকাদান ক্যাম্পেইনে জানানো হয়, টাইফয়েড জ্বর খেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশ ব্যাপী আগামী ১২অক্টোবর থেকে এ ক্যাম্পেইন শুরু হবে। ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান  করা হবে।
পঞ্চগড় জেলায় ১ হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লক্ষ ৬২ হাজার ১৭৭ জন শিক্ষার্থীদের এ টিকা দেয়া হবে। ১৮ কর্মদিবসে দুই ধাপের মধ্যে প্রথম ধাপের ১০ কর্ম দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ৮ কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে দেয়া হবে।
পঞ্চগড় জেলায় শতভাগ টিকা প্রদানের জন্য জেলার প্রত্যেকটি কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, স্কুল, মাদরাসায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। পঞ্চগড় জেলায় এবার ৯০ হাজার জন শিক্ষার্থী টিকা প্রদানের জন্য রেজিষ্ট্রেশন করা হয়।
২০১৯ সালে সারা বিশ্বে ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এরমধ্যে ১ লক্ষ ১০ হাজার মানুষ মারা যান।
ওয়ার্কসপে পঞ্চগড়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।