ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বালাই দমনে একযোগে ৩৭টি বøকে আলোর ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
September 24, 2025 4:04 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে রোপা আমন নির্বিঘেœ উৎপাদনের লক্ষ্যে আলোর ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিকর বালাই পরিস্থিতি পর্যবেক্ষণ ও দমনে উপজেলার একযোগেকে ৩৭টি বøকে এই আলোর ফাঁগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সদর ইউপি’র ঢেলপীর বøকে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা এর সভাপতিত্বে এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরল উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা আকতার আঁখি, বরকত উল্লাহ। অসার্বিক সহযোগিতা করেন, উপসহকারী কৃষি অফিসার এ এস এম হানিফ, ওবাইদুর রহমান, চন্দন অধিকারী, আফরিনা আকতার, রুথমিলা হাবিব ঋতু। আলোর ফাঁদ কার্যক্রম শেষে উপস্থিত কৃষকদের প্রজেক্টরের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার জানান, বিরল উপজেলায় চলতি আমন মৌসুমে মোট ২৮ হাজার ৯২৭ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান রোপণ করা হয়েছে। মৌসুমের শুরু থেকেই কৃষকরা ধান চাষে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে বালাই দমন কার্যক্রম পরিচালনা করছেন। এর ফলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমে আসছে এবং টেকসই কৃষি ব্যবস্থার দিকে এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।