ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ সহ পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল।

Mahamudul Hasan Babu
September 26, 2025 12:51 pm
Link Copied!

এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ- ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলায় জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শুক্রবার বিকেল ৫টায় উত্তর বাসস্ট্যান্ড জামায়াত ইসলামের অফিসার সামনে থেকে সমাবেশের মাধ্যমে ওই বিক্ষোভ শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় হাওলাদার মার্কেট এসে শেষ হয়।

‎‎বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার আমীর মাওলানা মাকসুদুর রহমানের, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত ভোলা ২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম নায়েবি আমীর মাওলানা সফিউল্লাহ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোহাম্মদ অলিউল্যাহ সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।

‎‎জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত কর, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।