এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে জুলাই সনদের আইনি ভিত্তি ও পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা।
সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা শাখা জামাতের আমীর মাও: হাফেজ আব্দুর রশিদের নেতৃত্বে বিরল সেন্ট্রাল মাদ্রাসার গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুল তোলা মোড়ে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব এ কে এম আফজালুল আনাম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একে এম আফজালুল আনাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন, সকল দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই আমরা ৫ দফা দাবি আদায় করেই ঘরে ফিরব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বিরল উপজেলা সভাপতি মোঃ নাজমুল ইসলাম এবং ৮নং ধর্মপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব আব্দুর রহমান। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: তৈয়ব আলী, সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রাকিব, অর্থ সম্পাদক মোঃ তাজমুল ইসলামসহ উপজেলা জামায়াতের প্রায় ৫ শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।