আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : দেশের বায়ু দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি- এই শ্লোগানকে সামনে রেখে গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের পার্শ্ব দিয়ে যাওয়া মাঠের রাস্তার দু’পার্শ্ব ïµevi `ycy‡i মুকুল সেবা ও যুব সংঘ বৃক্ষরোপন ও তালবীজ কার্যক্রম করে।
কার্যক্রমে প্রধান অতিথী উপস্থিত ছিলেন গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন,আরো উপস্থিত ছিলেন সংঘের সভাপতি আসাদুল্লাহ আহম্মেদ টিপু,সংঘের নির্বাহী পরিচালক মোহাঃ বদরুদ্দোজা,গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব জুলফিকার আলী ভূট্টো এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল রফিকুল ইসলাম, আঃ হাদি মাষ্টার,চপল বিশ্বাস, সিদ্দিকুর রহমান ও মাদ্রাসার ছাত্রবৃন্দ।