ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির প্রতি সনাতন ধর্মাবলম্বীদের আস্থা রয়েছে : ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
September 28, 2025 8:54 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বিএনপির প্রতি সনাতন ধর্মাবলম্বীদের আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

তিনি আরো বলেন বিএনপির নেতাকর্মীরা সনাতনী ভাইয়ের পাশে আছে এবং থাকবে। কোন অপশক্তি বা ষড়যন্ত্রকারী যেন পূজার পরিবেশ নষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে তিনি নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোদা উপজেলা শাখার আয়োজনে রবিবার (২৮ সেপ্টেম্বর) বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে আয়োজিত শারদীয় দূর্গাপুজা নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসব মূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে হেল্প ডেক্স এর প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন পূজায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল, মহিলা দল হেল্প ডেক্স এর মাধ্যমে সার্বক্ষণিক সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, আরিফুর রহমান, সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতকর্মী।

আসন্ন পুজায় বিএনপির ৭ হাজার সেচ্ছাসেবক বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ২০৯ টি পূজা মণ্ডুপে ২৪ ঘন্টা ৩টি করে টিম সেচ্ছাসেবকের দায়ীত্বে থাকবে এবং হেল্প ডেক্স এর মাধ্যমে সার্বক্ষণিক সহায়তা প্রদান করা হবে বলে জানায়।