ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে  পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়কগুলোর দু’পাশে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু

Mahamudul Hasan Babu
September 28, 2025 12:07 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়কগুলোর দু’পাশে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আনোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার প্রকৌশলী শামীম রেজা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধনের পরপরই শহরের বিভিন্ন সড়কের পাশে ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

উপজেলা প্রশাসক আনোয়ার হোসেন বলেন, গাংনী পৌরসভা এলাকাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য। রাস্তার দু’পাশে সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন কার্যক্রম শহরের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে শহরের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করবে।

প্রকৌশলী শামীম রেজা জানান, সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে শহরের প্রধান সড়কগুলোর দুইপাশে ও দু’পাশে বিভিন্ন ফুলের গাছ ও ছায়াদানকারী গাছ লাগানো হবে। পাশাপাশি ডিভাইডারে রঙিন লাইট ও ঝাড়বাতি স্থাপন করে রাতে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। এতে শহরে প্রবেশ করা মানুষদের কাছে একটি ভিন্নধর্মী দৃষ্টিনন্দন পরিবেশ উপহার দেবে গাংনী।

এ সময় স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শহরের রাস্তার দু’পাশে সবুজ গাছপালা ও আলো ঝলমলে পরিবেশ গাংনীকে নতুন রূপে সাজিয়ে তুলবে। দীর্ঘদিন ধরে শহরের সৌন্দর্য বর্ধনের দাবি ছিল সাধারণ মানুষের। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে দেখে তারা আনন্দ প্রকাশ করেন।

গাংনী উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে চলমান এই প্রকল্পের মাধ্যমে শহরের সৌন্দর্য বাড়ার পাশাপাশি পরিবেশ দূষণও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এর পুরো কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।