এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর দিকনির্দেশনায় পৌর যুবদলের নেতৃবৃন্দের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সভাপতি হেলাল মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মৃধা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পর বোরহানউদ্দিন পশ্চিম বাজারের কেন্দ্রীয় মন্দির, শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম ভাওয়ালবাড়ির মন্দির ও দাস পাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
পৌর সভাপতি হোলাল উদ্দিন মুন্সি বলেন, ভোলা-২ আসনের জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহীম এর নির্দেশে আমরা বোরহানউদ্দিন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাঠে আছি। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিয়ে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসবকে সাফল্য মণ্ডিত করতে আমরা তাদের পাশে আছি।
আবু জাফর মৃধা বলেন, সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি।
আপনাদের উৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পৌর যুবদলের নেতৃবৃন্দ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। প্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর জন্য আপনারা আশীর্বাদ করবেন। নেতার নির্দেশে আমরা সকল পূজামণ্ডপের খোঁজ খবর রাখছি। শারদীয় দুর্গা উৎসবে কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, রাজিব হাওলাদার, নসু ফকির। পৌর ৭নং ওয়ার্ডের সভাপতি, মামুন খান, সাধারণ সম্পাদক শামিম পালোয়ান সহ সকল নেতাকর্মী, ৮নং ওয়ার্ডের সভাপতি জামাল সর্দার, সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন। ৯নং ওয়ার্ডের সভাপতি হুমায়ুন রাঁঢ়ী, সাধারণ সম্পাদক জিহাদ সহ স্থানীয় নেতাকর্মী।
