বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) নুরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষকের উপর হামলা প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বোদা-পঞ্চগড় মহাসড়কে ওই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও একাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারে নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে বক্তরা বলেন, মাদরাসার দানবক্স চুরির ঘটনায় স্থানীয় কিশোর গ্যাং লিডার মাহবুব রহমান ও রমজানকে সন্দেহ করা হলে তারা বিষয়টি স্বীকার করে এবং পরবর্তীতে মাদরাসার টিউবয়েল চুরি হলে তাদের সন্দেহ করা হলে তারা বিষয়টি জানতে পারলে কিশোর গ্যাং সহ দলবল নিয়ে ২৫ সেপ্টেম্বর মাদরাসায় প্রবেশ করে মাদরাসার শিক্ষক আতিকুর রহমানের উপর দেশৗয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় শিক্ষক আতিকুর রহমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং মাদরাসা ভাংচুর করা হয়। এমন সন্ত্রসী কার্যকলাপের ঘটনায় তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবী জানান তারা।
পরে স্থানীয়রা মাদরাসার শিক্ষক আতিকুর রহমানকে উদ্ধর করে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকি’সাধীন আছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারাসার সাধারণ সম্পাদক আজিমুল হক, জমিদাতা আনোয়ারুল হক, এলাকাবাসী রিপন ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা জান্নাতুল বাড়ি মানিক, এনসিপি নেতা আলী আহসান প্রমুখ।