ঢাকাMonday , 14 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে শিক্ষিকা হত্যায় জড়িত ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 14, 2024 11:08 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে স্কুল শিক্ষিকা জাকিউল ইলমা জাকিয়াকে নৃশংস নির্মম হত্যাকান্ডে জড়িত ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার গাংনী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বকুল।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও নিহত শিক্ষিকার পরিবারের সদস্যরা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল।
এসময় বক্তব্য রাখেন , গাংনী উপজেলার কাজীপুর ইউপি চেয়ারম্যান ও করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহঃ আলম হুসাইন, সাহারবাটি ইবাদতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আলী, ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, নওদা হোগলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম, হাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লাবণী আক্তার, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তা খাতুন, বড় বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসানুজ্জাামান , সহড়াতলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। ্এ ছাড়াও নিহতের আত্মীয় স্বজনদের মধ্যে শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ঘাতকের বড় মামা ফেরদৌস আহমেদ, বড় বোন বুলবুলি খাতুন ও ছোট ভাই গাংনী স্কুল এন্ড কলেজের শিক্ষক তোহা প্রমুখ। এসময় নিহতের ৩ সন্তান মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপজেলা ব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও নিহত জাকিয়ার পরিবারের সদস্যবৃন্দ সহ প্রায় ২ শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সমবেদনা শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য,গত শনিবার সকালের দিকে শানঘাট গ্রামের মৃত আজিত ফরাজির সম্পত্তি নিয়ে তার ছোট ছেলে মহিবুল ইসলাম ওরফে ওহিদুল, নিজের মেজো বোন জোসনা খাতুন ও মেজো ভাবী গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জাকিউল ইলমা জাকিয়াকে কুপিয়ে হত্যা করে। সেই সাথে ওহিদ তার মেজো ভাই ও ছোট বোন শামীমা সহ দুজনকে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে।নৃশংস হত্যা কান্ডের ঘটনার ২ ঘন্টার ব্যবধানে পুলিশ ঘাতক ওহিদুল কে আটক করেছে। এ ব্যাপাওে গাংনী থানায় হত্যা মামলা হয়েছে।