আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের বাঁশবাগান থেকে সদ্য ভূমিষ্ট জীবিত কন্যা শিশু উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে আনসার সদস্য ইমরান হােসাইন শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, পুরাতন মটমুড়া দক্ষিণ পাড়া গোরস্থান সংলগ্ন পাঁকা সড়কের পাশে বাঁশবাগান রয়েছে। ওই বাঁশবাগানের মধ্যে একটি ঝােপে মঙ্গলবার সকাল ১১টার দিকে শিশুর কাঁন্নার শব্দ পায় পথচারী নারী। এসময় ঝােপের মধ্যে দেখতে পায় সদ্য ভূমিষ্ট একটি কন্যা শিশু। বিষয়টি তাৎক্ষণিক ভাবে পুলিশকে খবর দেয়। পুলিশের নির্দেশনায় পূজা মন্ডপে দায়িত্বরত আনসার সদস্য ইমরান হুসাইন শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে মেহেরপুর সদর হাসপাতালে রেফার করেন।
ডাক্তার ফারুক হােসেন জানান,শিশুটি সুস্থ রয়েছে।
