ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় পূজা মন্ডপ পরিদর্শনে ডিআইজি আমিনুল ইসলাম

Mahamudul Hasan Babu
September 30, 2025 2:37 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় বোদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর সদরের গোবিন্দ জিউঁ মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন আজাদ।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং পূজার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে ডিআইজি আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ একসাথে উৎসব উদযাপন করে। বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার। দুর্গাপূজায় মুসলিম সম্প্রদায়ের সহযোগিতা এবং সম্প্রীতির যে দৃষ্টান্ত দেখা যায়, তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বোদা থানার ওসি আজিম উদ্দীন সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।