ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Mahamudul Hasan Babu
September 30, 2025 5:18 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) সন্ধায় আটোয়ারী উপজেলা বিএনপি কার্যালয়ে ওলামা দল উপজেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ মোঃ সোলাইমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল,পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল আলিম। উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওঃ মোঃ মজিবর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আলহজ্ব কুদরত-ই-খুদা। উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্যাহেল বাকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সায়মন আক্তার সুমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল আলিম বলেন, জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনতিক দল পিআর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। দেশের মানুষ ফেব্রুয়ারিতে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উম্মুখ হয়ে আছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় ওলামা দলসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদেরকে প্রতিটি পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।