ঢাকাWednesday , 1 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় পূজা মন্ডপ পরিদর্শনে বাংলাদেশ সেনাবাহিনী

Mahamudul Hasan Babu
October 1, 2025 11:24 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় বোদায় শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ বিভিন্ন সময় রাত্রে-দিনে পরিদর্শন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ তাওসিফ আহমেদ মুন্না এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন এর নেতৃত্বে সেনা টহল দল।

বুধবার (১ অক্টোবর) সকাল থেকে উপজেলার ময়দানদিঘী, বেংহারী ও মাড়েয়া এবং সাকোয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তার বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়, পুজা মণ্ডুপের নিরাপত্তা ও নির্বিঘ্নে পুজা পালনের জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে এবং পুজা শেষে বিসর্জনের জন্য সতকর্তা অবলম্বন সহ পানিতে যাতে কেউ ডুবে না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য পরামর্শ প্রদান করেন বোদা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনছার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। পুজা পালনে কোন সমস্যার সৃষ্টি হলে তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়।

বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও বোদা পৌরসভার ৯৩টি পুজা মণ্ডুপে পুজা উদযাপন হচ্ছে। বোদা ক্যাম্পের সেনাবাহিনী পূজা মন্ডপ গুলি সার্বক্ষণিক নিরাপত্তার নজরদারিতে রাখছে।