ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে শিক্ষক পরিচয়ে উপস্থাপন করা  নৈশ প্রহরীর প্রভা‌বে চ‌লছে স্কুল!

Mahamudul Hasan Babu
October 4, 2025 11:22 am
Link Copied!

এম.এ. শাহীন, তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের চাঁদেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থানীয় আওয়ামী লীগ চাঁদেরপুকুর ওয়ার্ড সেক্রেটারি ও বিদ্যালয়ের অফিস সহকারী কাম নৈশপ্রহরী সহিদার রহমান বাট্টুর ইশারায়।
শিক্ষক উপস্থিতি থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম সবখানেই তার প্রভাবশালী ভূমিকার অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. ফারজানা আফরোজকেও ‘বাট্টুর প্রভাবে’ দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, তিনি রংপুর শহরে বসবাস করায় বিদ্যালয়ে নিয়মিত সময়ে আসেন না। কখনো সকাল ১০টার পরে, আবার কখনো ১১টার দিকে আসেন। তাছাড়া ছুটির আগেই দুপুর ২টা থেকে ৩টার মধ্যে বিদ্যালয় ত্যাগ করেন। এ ছাড়া বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত ও উন্নয়ন প্রকল্পের টাকায় দুর্নীতির অভিযোগও রয়েছে। স্থানীয়রা বলছেন, বাট্টু ও প্রধান শিক্ষিকা বরাদ্দের টাকা ভাগাভাগি করে নেন।
বিদ্যালয়ে ছয়জন সহকারী শিক্ষক থাকলেও তারাও বাট্টুর ছত্রছায়ায় ইচ্ছামতো আসা-যাওয়া করেন।
নৈশপ্রহরীর দায়িত্বে থাকা বাট্টু নিজেকে শিক্ষক পরিচয়ে উপস্থাপন করেন।
অভিভাবক বাবুল রহমান বলেন,শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের নথি অনুযায়ী শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১৯৩ জন। কিন্তু নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকে মাত্র ২০-২৫ জন।
স্থানীয় আলী আজগার মিয়ার দাবি, আওয়ামী লীগ সরকার আমলে এমপি আহসানুল হক ডিউকের সহযোগিতায় শিক্ষক নিয়োগ বাণিজ্যের সঙ্গেও জড়িত ছিলেন বাট্টু।
অভিযোগ প্রসঙ্গে সহিদার রহমান বাট্টু বলেন,
যখন দল ক্ষমতায় ছিল তখন রাজনীতি করেছি। এখন তো দল ক্ষমতায় নাই, রাজনীতি করি কেমন করে? এখন শুধু স্কুলেই সময় দিই।
অন্যদিকে, প্রধান শিক্ষিকা ফারজানা আফরোজ অভিযোগ অস্বীকার করে বলেন,
আমি প্রতিদিন সময়মতো স্কুলে আসি।
তারাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভীয়া খান বলেন,এমন বিষয়ে অনেক অভিযোগ শুনেছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।