ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী-কুষ্টিয়া আঞ্চলিক সড়ক গাংনী বাসস্ট্যান্ড চত্বর অবিলম্বে সম্পন্ন করার দাবিতে মানববন্ধন

Mahamudul Hasan Babu
October 4, 2025 11:23 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: গাংনীতে সড়ক অবিলম্বে সম্পন্ন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের গাংনী -কুস্টিয়া আঞ্চলিক মহা সড়কের গাংনী বাসস্ট্যান্ড চত্বরের কাজ অবিলম্বে সম্পন্ন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বাদ জোহর গাংনীর সর্বস্তরের জনগণের অংশগ্রহনে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে বিশাল মানববন্ধনের অয়োজন করা হয়।
মানববন্ধনে এনসিপি নেতা বোরহানউদ্দীনের সঞ্চালনায় রাস্তা নির্মাণের দাবিতে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক এ্যাড. সাকিল আহমাদ, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্র্াপ্ত প্রদান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, বিএনপি নেতা ও ঠিকাদার জামালউদ্দীন, বিএনপি নেতা সোহরাব হোসেন, গাংনী দারুস সালাম মসজিদের ঈমাম হাফিজ মাওলানা রুহুল আমিন, যুব শক্তির কেন্দ্রীয় নেতা মোজাহিদুল ইসলাম , ও স্বেচ্ছাসেবকদলের নেতা চাঁদ আলী , মজনু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে হলেও অজ্ঞাত কারনে গাংনী বাসস্ট্যান্ডের কাজ বন্ধ হয়ে পড়ে আছে। ফলে দীর্ঘদিন যাবত গাংনীর আপামর জনগণ চরম দূর্ভোগের মধ্যে রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান, সড়ক বিভাগ, জেলা পরিষদ , গণপূর্ত বিভাগসহ বিভিন্ন বিভাগের আমলাতান্ত্রিক জটিলতায় রাস্তাটি নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। কেউ দেখার নেই। জেলা প্রশাসক থেকে শুরু করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ধর্না ধরে এবং নানাবিদ কর্মসূচি যেমন মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এর মত কর্মসূচি পালসন করেও কোন সুরাহা হয়নি। বক্তারা আরও বলেন, এই রাস্তার নির্মাণে বিশেষ কওে সিএন্ড বি তাদের রাস্তার সীমান্ত নিয়ে অনেকের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে গড়িমসি করছে বলেও জানা গেছে। রাস্তার পাশের দোকানপাট গুলি আজও উচ্ছেদ না কওে নানা ভাবে টালবাহানা করছে। অনেক বক্তা বলেছেন, কালবিলম্ব না করে দুএকদিনের মধ্যে রাস্তার কাজ শুরু করতে হবে। ব্যত্যয় হলে জেলা প্রশাসকসহ কর্তৃপক্ষদের এই জেলা ছেড়ে অন্য জেলায় দায়িত্ব পালন করতে হবে। এছাড়াও গাংনী পৌরসভাধীন বিভিন্ন সড়কের পাশে নিম্নমাণের ড্রেন নির্মাণ হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।
জানা গেছে, ঠিকাদাররা দিাকানদার ও বাড়িওয়ালাদের নিকট থেকে টাকার বিনিময়ে ড্রেন সাপের মত আঁকা বাকা করছে। অবিলম্বে রাস্তার কাজ সম্পন্ন না করা হলে পুণরায় বৃহত্তর কর্মসূচি গ্রহন করারও কথা জানিয়েছেন বক্তারা।