ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় শারদীয় দুর্গোৎসব ও মার্তৃপূজায় ইউএনও ভুপালী সরকার

Mahamudul Hasan Babu
October 4, 2025 11:53 am
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ৫৪টি পূজা মন্দিরে মহাসাড়ম্বরে শারদীয় দুর্গোৎসব উৎসব ও বারোয়ারী পূজা মন্দিরে ব্যতিক্রমধর্মী আয়োজনে জন্মদাত্রী মায়ের পুজা বা মার্তৃপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজা অনুষ্ঠান ঘিরে প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক নিরাপত্তার মধ্যেদিন পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়ন জুড়ে দুর্গোৎসবের এই মহাযজ্ঞানুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকালে বরোয়ারী মন্দির কমিটি ব্যতিক্রমধর্মী এই মাতৃপূজার আয়োজন করে। মাতৃপূজায় আসা সন্তানরা জানিয়েছেন, সকল জন্মদাত্রী মা-ই একেকজন দূর্গতিনাশিনী এবং দশভুজারুপে থাকেন। মৃন্ময়ী মা-কে পাঁচদিন ব্যাপী চিন্ময়ী রুপে আরাধনার পর দর্পণ বিসর্জনের মাধ্যমে দূর্গতিনাশিনী মাতাকে মর্ত্যলোক হতে বিদায় দেওয়া হয়। কিন্তু এরপর থেকে যায় আমাদের বাস্তব জীবনের জন্মদায়ীনি দশভুজা মা। যার প্রতি অপরিসীম ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থাকলেও কখনো আনুষ্ঠানিক ভাবে বলা হয়ে উঠে না মা তোমাকে খুব ভালোবাসি, তুমিই আমার দশভুজা মা। মাতৃপুজার সময় সন্তানেরা নিজ হাতে জল দিয়ে মায়ের পা ধুয়ে দিয়ে বেদ মন্ত্র উচ্চারন করে এবং মায়ের পায়ে পুষ্প অর্পণ করে। এই সময় মন্দির প্রজ্ঞনে তৈরী হয় এক আবেগঘন পরিবেশ। এসময় সন্তানেরা অশ্রুশিক্ত হয়ে মায়েদের পদযুগল জরিয়ে কাঁদতে থাকে। মায়েরাও অশ্রুশিক্ত হয়ে প্রাণভরে সন্তানদের আর্শিবাদ করে বুকে জড়িয়ে নেন।
পূজা মন্দিরের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার বলেন, পূজার অনুষ্ঠান নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছেন। প্রতিটি পূজা মন্দির সিসি ক্যামেরার আওতায় রয়েছে এবং সার্বক্ষণিক মনিটারিং করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার বলেন, পূজা মন্দির গুলোতে নিয়মিত মনিটরিংসহ সার্বক্ষণিক নজরদারিতে ছিলো।
থানার  অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক পর্যায়ে পুলিশের মোবাইল টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করেছেন।
প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিকরগাছা উপজেলা ও পৌর শাখা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, সেক্রেটারী তড়িৎ দাসসহ, মন্দির কমিটির ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।