বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে বোদা উপজেলার ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ এনে দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন এনসিপির বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, তেঁতুলিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারী সহ দলীয় নেতৃবৃন্দ।
আজ রবিবার সন্ধ্যায় শহীদ মিনার চত্তরে আলোচনা সভায় তিনি জানান, এনসিপির মাধ্যমে আমার প্রদত্ত তালিকায় উপজেলার ১০ টি মসজিদ, মন্দিরে ৩ লাখ করে ৩০ লাখ টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দ পাওয়া গেছে। ‘আমাদের এনসিপির পক্ষ থেকে এই উপজেলায় মসজিদ, মন্দিরের উন্নয়নের জন্য তালিকা চেয়ে আবেদন করতে। আমরা বোদা উপজেলার জন্য ১০টি বরাদ্দ পেয়েছি। আবেদন অনুযায়ী তালিকা প্রস্তুত করে প্রতিটিতে ৩ লাখ করে বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করছি এই টাকা আগামী ১০ দিনের মধ্যে আপনারা জেলা প্রশাসনের মাধ্যমে পেয়ে যাবেন। বরাদ্দের এই টাকা দুই ভাগে পাবেন। কাজের শুরুতে দেড় লাখ পাবেন। কাজ চলতে থাকবে। টাকা শেষ হয়ে গেলে পরে বাকিটা পাবেন।’
তিনি আরও বলেন, ‘এই সরকারি টাকা থেকে প্রশাসন কিংবা মসজিদ মন্দিরের কেউ এক টাকা অবৈধভাবে নেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ করি আপনাদের এলাকার রাস্তা কিংবা জনগণের জন্য জরুরী কিছুর প্রয়োজন হয়, আপনারা তালিকা দিবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু একটু ধৈর্য্য ধরতে হবে।’
সারজিস আলম আরো বলেন, আপনারা যারা এনসিপিতে যোগদান করতে চান, তারা যোগাযোগ করবেন তবে যারা চাঁদাবাজী,ধান্দাবজি করতে চান তারা এনসিপিতে আসতে পারবেন না।
