ঢাকাMonday , 6 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 6, 2025 3:25 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : হিমালয় কন্যা ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে আটোয়ারী উপজেলা বললামপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতামূলক সভা। সকাল ১১টা থেকে বিকাল ৪ পর্যন্ত প্রায় ৩ শ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদান প্রদান সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
ফ্রি ব্লাড ক্যাম্পিং ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তীব ইসলাম, সাবেক ছাএদল নেতা বললামপুর ইউনিয়ন শাখা, আরো উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ইউ পি সদস্য, আইনুল হক, ইউ পি সদস্য ৪নং ওয়ার্ড প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা রক্তদানের গুরুত্ব ও উপকারিতা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীগণ।