আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছে জুনায়েদ আহমেদ (১৩) নামের এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির হুজুর শিক্ষক জুবায়ের আহমেদ বেত্রাঘাত করে শিশুটিকে গুরুতর আহত করেছেন। বর্তমানে সে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯ টার দিকে গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের ফজলুল উলুম ক্বওমী মাদরাসায় এ ঘটনা ঘটে। জুনায়েদ আহমেদ ওই মাদ্রাসায় হেফজ নাজেরা বিভাগে অধ্যানরত। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার (৮ অক্টোবর) বেত্রাঘাতের শিকার জুনায়েদ আহমেদ নামের এক শিশুকে আহত অবস্থায় পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
শিক্ষার্থীর নানী ছিয়াতন নেছা জানান, তিনি একজন গরীব অসহায় মানুষ। তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। স্বামীর অকাল মৃত্যুতে মেয়ে এবং নাতি তার বাড়িতে ফিরে এসে বসবাস করতে থাকে। বিগত সাত বছর পূর্বে তার নাতিকে গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের ফজলুল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি করে দেন। প্রায় সাত বছর যাবত সেখানেই লেখাপড়া করে নাতি জুনায়েদ আহমেদ।
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে মাদ্রাসার পাশের কোন এক ব্যক্তি মোবাইল ফোনে জানান, তার নাতিকে মাদ্রাসার হুজুর জুবায়ের আহমেদ কবুতর চুরির অপবাদ দিয়ে বেধড়ক পিটিয়েছে। সকালে মাদ্রাসায় এসে জানতে পারেন তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তার পিঠে, বাম পায়ের উরু ও বাম হাতের একটি আঙ্গুলে জখম ও নীলা ফোলা দাগ রয়েছে। পরে পরিবারের সদস্যরা মাদ্রাসা থেকে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন। এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।
শিশুটির মা রিমা খাতুন জানান, ছেলেটা পড়তে গিয়েছিল, কবুতর চুরির অপবাদ দিয়ে তার শরীরে যেভাবে বেত্রাঘাত করা হয়েছে তা একজন মা হিসেবে সহ্য করা খুবই কঠিন। সে এখন হাসপাতালে শুয়ে আছে। আমি অভিযুক্ত জুবায়ের আহমেদ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক হুজুর পলাতক রয়েছেন। মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায় নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
