ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

Mahamudul Hasan Babu
October 9, 2025 12:24 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পাটির সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অনতম্য সংগঠক কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোদায় আলোচনা সভা ও কমরেড মোহাম্মদ ফরহাদের প্রতিকৃতিত্বে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার কমরেড মোহাম্মদ ফরহাদের প্রামানিকপাড়াস্থ বাসভবনে বোদা উপজেলা কমিউনিস্ট পাটি উদ্যোগে কমরেড মোহাম্মদ ফরহাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিস্ট পাটির সভাপতি দিপক কুমার দে বাবলুর সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কমরেড আলতাফ হোসেন, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ইমরান আল আমিন, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কমিউনিস্ট পাটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আলী মুতুজা প্রমুখ।