আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে ইপিআই কার্যক্রমে ১২ অক্টোবর হতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় মেহেরপুর সিভিল সার্জন এর আয়োজনে মেহেরপুর সিভিল সার্জন এর
সম্মেলন কক্ষে মেহেরপুরের গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে। প্রেস কনফারেন্সে মেডিক্যাল অফিসার ইনজামামুল হক বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদেও বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। তিনি ধর্র্মীয় দিক তুলে ধরেও রোগের চিকিৎসা দেয়ার পরামর্শ দেন।
একইসময়ে প্রেস কনফারেন্সের শুরুতেই মেহেরপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ এর সভাপতিত্বে মেডিকেল অফিসার ইনজামামুল হক ভিডিও প্রজেক্টরের মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের ভূমিকা , বাংলাদেশে টাইফয়েড জ্বর, টাইফয়েড জ্বর ও এর প্রভাব, টাইফয়েড জ্বর কিভাবে ছড়ায়, টাইফয়েড জীবানুর সুপ্তকাল, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, টাইফয়েড জ্বরের লক্ষণসমূহ, টাইফয়েড টিকাদান , টিকাদান ক্যাম্পেইনের উদ্দিষ্ট জনগোষ্ঠী, কখন টিকা দেয়া যাবে না, টিকার জন্য রেজিষ্ট্রেশন করার পদ্ধতি , সর্বপরি পরিবার ও প্রতিবেশীদের টিকাদানে উদ্বুদ্ধ করা এবং সকল শিশুকে টিকাদানে আগ্রহী করার আহবান জানানো হয়।
সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়েছে , টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে মেহেরপুর জেলায় নির্ধারিত বয়সের শিশু জরীপে ১ লাখ ৬৮ হাজার ২৯৭ জন শিশু পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন এবং কমিউনিটি পর্যায়ে ৫২ হাজার ৪১৮ জন টার্গেট করা হয়েছে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলায় ৪৭ হাজার ৯৪৩ জন, গাংনী উপজেলায় ৮০ হাজার ১৪৫ জন, মুজিবনগর উপজেলায় ২৬ হাজার ৯৩৮ জন এবং মেহেরপুর পৌর সভায় ১৩ হাজার ২৭১ জন শিশু তালিকা করা হয়েছে। ইতোমধ্যে ৩৬ ভাগ শিশুর রেজিস্ট্রেশন করা হয়েছে। প্রথমতঃ ১২ তারিখ থেকে ২ সপ্তাহ (কর্মদিবস) স্কুল পর্যায়ে টিকাদান করা হবে এবং কমিউনিটি পর্যায়ে পরবর্তী ২ সপ্তাহ নির্ধারিত টিকাদান ক্যাম্পে টিকাদান করা হবে।
প্রেস কনফারেন্সে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সেক্রেটারী মাহবুব চান্দু, মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।