রাহাত শরীফ গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের পলাশিয়া গ্রামের আজমত আলী (পিতা: হাসমত আলী) এক সময় ছিলেন মাদক ও গাঁজার সঙ্গে জড়িত। সংসারে দুই মেয়ে ও এক ছেলে—তিনজনই বিবাহিত। অতীতে তিনি ও তার স্ত্রী দুজনেই গাঁজা সেবন এবং বিক্রির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তবে আল্লাহ তায়ালার ভয় ও অনুতাপ থেকে তিনি সেই অন্ধকার জীবনকে পেছনে ফেলে এক নতুন জীবনের পথে হাঁটেন। দীর্ঘদিন যাবত তিনি মাদক থেকে সম্পূর্ণ বিরত থেকে আল্লাহর পথে ফিরে এসেছেন।
গত পাঁচ বছর ধরে আজমত আলী বিনা পারিশ্রমিকে স্থানীয় মসজিদের সেবা করে যাচ্ছেন। আজান দেওয়া, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঝাড়ু দেওয়া—সবকিছুই তিনি নিজ হাতে করেন, বিনিময়ে কোনো কিছু গ্রহণ করেন না।
আজমত আলী বলেন,
“আমি এখন শুধু আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় এই কাজগুলো করি। যতদিন বেঁচে থাকব, ততদিন বিনামূল্যে মসজিদের সেবা করে যেতে চাই।”
স্থানীয়রা জানান, একসময়ের মাদকাসক্ত আজমত আলীর এই পরিবর্তন পুরো গ্রামবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতো মানুষই প্রমাণ করেন—আল্লাহর ভয় মানুষকে যেকোনো অন্ধকার পথ থেকে আলোয় ফিরিয়ে আনতে পারে।