রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে বড় বোন ঐর্দিকা চন্দ্র নাথ (৮) মারা যান। এর তিন দিন আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) মারা যায় ছোট ভাই তূর্য চন্দ্র নাথ (৪)।
১ অক্টোবর রাতে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ণ হাসপাতাল রোডের রাহাত মঞ্জিলের ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হন।
নিহতদের বাবা কুমোদ চন্দ্র নাথ জানান, দুর্গাপূজায় যাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ গ্যাস পাইপ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি, স্ত্রী সবিতা রানী নাথ ও দুই সন্তান দগ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে ঢাকায় পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।
