ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ আদালতের নির্দেশ অমান্য: ডিবি ওসি ও তদন্ত কর্মকর্তাকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ

Mahamudul Hasan Babu
October 12, 2025 8:37 am
Link Copied!

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পোরশা থানা আমলী আদালত নং-১১ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ ও তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মিনার আলীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি ওসিকে স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য পূর্বে ২৮ আগস্ট ও ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুটি পৃথক আদেশ দেওয়া হলেও তারা আদালতে উপস্থিত হননি। এমনকি তাদের পক্ষ থেকে কোনো লিখিত ব্যাখ্যা বা প্রতিবেদনও জমা দেওয়া হয়নি।

আদালতের আদেশে আরো উল্লেখ রয়েছে, “অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ-দ্বয় স্পষ্টতই আদালতের নির্দেশ অমান্য করেছেন, যা আদালত অবমাননার সামিল।”

এ অবস্থায় আদালত নির্দেশ দেন, তদন্তকারী কর্মকর্তা মিনার আলী ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টে পত্র প্রেরণ এবং বিভাগীয় ব্যবস্থা ও বেতন বন্ধের নির্দেশনা কেন দেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য তাদের স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো। অত্র মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর ২০২৫ ইং।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার নব্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “আমি ৬ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আদালতের পরবর্তী তারিখে আদালতে উপস্থিত হয়ে অবশ্যই ব্যাখ্যা দাখিল করা হবে এবং নির্ধারিত তারিখের পূর্বেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।”

উল্লেখ্য, মামলার তদন্তে অবহেলার অভিযোগে আদালত পূর্বে লিখিত ব্যাখ্যা ও উপস্থিতির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্দেশ অমান্য করায় ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে এই নির্দেশনা জারি করে আদালত।