ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 12, 2025 9:26 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ মাগুরা : মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার ১২ অক্টোবর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
সভায় জেলায় মোবাইল জুয়া, বাল্য বিবাহ,মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, অপমৃত্যু্র প্রতি গুরুত্ব আরোপ করে, মাদক নিয়ন্ত্রনসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা,সিভিল সার্জন ডাঃ শামীম কবীর মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ রিজভি জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শাশ্বতী শীল,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা বিএনপির, আহবায়ক,আলী আহম্মদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, মাগুরা জেলা জামায়াতের এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা আইনজীবী সমিতির সভাপতি এড. মাহবুব আকবর কল্লোল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ: সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহসিন উদ্দিন, সহকারী পরিচালক এন এস আই রাজিব হাসান, , জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, শ্রীপুর ও শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআরটিএ সহকারি পরিচালক মইনুল ইসলামসহ অন্যরা। সভায় মাদকের ছোবল থেকে মাগুরার যুব সমাজকে রক্ষা,চোরাচালান রোধ, আত্মহত্যা, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি,বাল্য বিয়ে রোধ,যৌন হয়রানী,নারী ও শিশু নির্যাতন বিষযে ব্যাপক আলোচনা করে আইন শৃংখলা পরিস্থিতি মোটামুটি ভাল থাকায় ধন্যবাদ জানিয়ে সড়ক যোগাযোগ উন্নত করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সভায় ইটভাটা নির্মানে সরকারি নির্দেশনা অনুসরণ, তালাক প্রবনতা রোধে কার্যকর ভুমিকা রাখাসহ ডায়গোনস্টিক সেন্টারে অতিরিক্ত অর্থ নেয়া প্রতিরোধের ব্যবস্থা গ্রহনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।