মো: আসাদুজ্জামান খান, চুনারুঘাট প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রঃ এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চুনারুঘাট উপজেলা শাখার অন্তর্গত ৬নং চুনারুঘাট সদর ইউনিয়ন শাখার কাউন্সিল ইউনিয়নের নরপতি বায়তুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. মামুনুর রশীদ।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক তানজিল হাসান তাসিন , সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম শিফন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: সজীব আহমেদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শাহ আল-আমিনকে সভাপতি, আব্দুল মন্নানকে সাধারণ সম্পাদক এবং মাহমুদুল ইসলাম ভুইয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্য দায়িত্বশীলগণ হলেন সহ সভাপতি আবদুল হাকিম বিল্লাল, লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক রোকন আহমেদ, তৌফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাইফ আহমেদ রানা, মোহাম্মদ সরোয়ার , প্রচার সম্পাদক জামিল আহমেদ, সহ প্রচার সম্পাদক খোকন মিয়া,অফিস সম্পাদক হেলাল আহমদ, সহ অফিস সম্পাদক মকসুদ আলী, অর্থ সম্পাদক হাসান মিয়া, সহ অর্থ সম্পাদক সুজন মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক তোফায়েল তালুকদার, সহ তথ্য প্রযুক্তি শাওন সরদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ রাহুল, সহ-শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক নাইম আহমদ
সদস্য সিপন মিয়া, এখলাছ মিয়া, এমরান মিয়া,নাবিল মিয়া, সামিল মিয়া।